দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের শেষ ফলাফল

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৮ টি ব্লকের মোট ৯৭৫ টি আসন গ্রাম পঞ্চায়েত। যার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ টি আসন। বাকি ৯২১ টি আসনের পেয়েছে। দেখে নেওয়া যাক প্রতিটি ব্লকে কোন দল কত আসনে জয়ী হয়েছে - 

কুমারগঞ্জ ব্লকের মোট ১১৮ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৫৮ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ৪৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ৩ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ আসনে। 

বালুরঘাট ব্লকের মোট ১৭৪ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৬২ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১ আসনে। বিজেপি ৭৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১ আসনে। সিপিআই ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ১০ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। কংগ্রেস ২ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ১৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ আসনে।

হিলি ব্লকের মোট ৫৫ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ২৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ১৯ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। কংগ্রেস ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ আসনে।

তপন ব্লকের মোট ১৬৬ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৯৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১২ আসনে। বিজেপি ২৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। কংগ্রেস ৫ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ১০ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ৫ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ২ আসনে। 

কুশমণ্ডি ব্লকের মোট ১৩৩ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৭৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ৩৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৮ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। কংগ্রেস ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ৩ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ১ টি আসনে। 

গঙ্গারামপুর ব্লকের মোট ১৬১ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ১০৮ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ৫১ টি আসনে। 

হরিরামপুর ব্লকের মোট ৯৮ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৬৫ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ৯ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৯ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। কংগ্রেস ৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। নির্দল ৭ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ টি আসনে। 

বংশিহারী ব্লকের মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৪৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ১৮ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ টি আসনে।